সমাজের কথা ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান আবার বিয়ে করেছেন । এবার তিনি গাঁটছড়া বেঁধেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা ও মডেল মির্জা বিলালের সাথে। যদিও রেহামের সঙ্গে এটি তার প্রথম বিয়ে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিয়ের খবরটি টুইটারে নিশ্চিত করেছেন রেহাম নিজেই।
তিনি লিখেছেন- আমার ছেলের উপস্থিতিতে পরিবারের আশীর্বাদ নিয়ে সিয়াটলে সুন্দরভাবে মির্জা তার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে ছেলেই ছিল তার উকিল। পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন রেহাম।
উল্লেখ্য, রেহামের এটি তৃতীয় বিয়ে। ১৯৯৩ সালে ইমরানের আগে তিনি বিয়ে করেছিলেন ইজাজ রহমান নামে এক মনোরোগ বিশেষজ্ঞকে । ২০০৫ সালে তাদের সেই বিয়ে ভেঙ্গে যায়। রেহামের বয়স এখন ৪৯ বছর, যদিও তার তৃতীয় স্বামী বিলালের বয়স মাত্র ৩৬।
২০১৪ সালে ইমরান খানের সঙ্গে রেহামের বিয়ে হয়। তবে তাদের সেই বিয়ে টিকে ছিল মাত্র ১০ মাস। ২০১৫ সালে রেহামই বিচ্ছেদ ঘটনা ।