সমাজের কথা ডেস্ক : সাম্প্রতিক সময়গুলোতে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধন হয়েছে। এখন ৬ দিন আগে যে পূর্বাভাস দেওয়া যায় আগে তা ২ দিন আগেও দেওয়া যেত না। সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাসে এ আই কে যুক্ত করে বিপ্লব ঘটাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও প্রযুক্তি কোম্পানি আইবিএম।
আগের তুলনায় আমরা এখন অনেক কম সময়ে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস পাই। আবহাওয়া ও সামুদ্রিক ডেটা প্রসেসিংয়ে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধির ফলেই আবহাওয়ার পূর্বাভাসে এই অসাধারণ অগ্রগতি হয়েছে।
এখনকার আবহাওবিদরা পূর্বাভাস দিয়ে থাকেন সাধারণত কম্পিউটার সিমুলেশনের ওপর ভিত্তি করে তৈরি আবহাওয়ার পূর্বাভাসের মডেলগুলো দিয়ে। এই প্রযুক্তি আধুনিক হলেও এর প্রয়োগে বেশ সময় ও শক্তির প্রয়োজন হয়।
কারণ, পদার্থবিদ্যাভিত্তিক সমীকরণ এবং বাতাস, বায়ুচাপ, তাপমাত্রার মতো আবহাওয়ার বিভিন্ন উপাদান নিয়ে এই মডেলগুলোকে কাজ করতে হয়; কিন্তু এর চেয়ে কম সময় ও শক্তি ব্যয় করে কীভাবে আরও দ্রুত আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, তার জন্য আইবিএমের তৈরি এআইভিত্তিক ভূ—স্থানিক ‘ফাউন্ডেশনাল মডেল’ ভিত্তি হিসেবে কাজ করবে।
নাসার আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত ডেটার ভাণ্ডার ব্যবহার করে এই মডেলকে আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহার করা হবে। এক বছর আগে নাসা ও আইবিএম যৌথভাবে আবহাওয়ার পূর্বাভাসের জন্য মডেলটি তৈরির কাজ শুরু করে। ওপেনসোর্স এআই প্ল্যাটফরম ‘হাগিং ফেসে’ মডেলটি পাওয়া যাচ্ছে। এরই মধ্যে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে এবং এই সাফল্যে বিজ্ঞানীরা অবিভূত।