সমাজের কথা ডেস্ক : আফগানিস্তানে গত শনিবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। ৯ অক্টোবর তালেবান প্রশাসন এ তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর হেরাতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সাইক রয়টার্সকে বলেছেন, নিহতের সংখ্যা দুই হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দুই হাজার। এর আগে দেশটির পক্ষ থেকে আহতের সংখ্যা ৯ হাজারের বেশি জানানো হয়েছিল।
সাইক আরও বলেছেন, ভূমিকম্পে অন্তত এক হাজার ৩২০টি বাড়ি ধ্বংস হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনাকবলিত এলাকায় ১০টি উদ্ধারকারী দল কাজ করছে। হেরাতের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, বিভিন্ন হাসপাতালে ২০০ জনের লাশ আনা হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।
দানিস নামের এই চিকিৎসক বলেছেন, লাশগুলো সামরিক ঘাঁটিসহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। হেরাতের প্রধান হাসপাতালের বাইরে আহতদের জন্য অস্থায়ীভাবে বেড স্থাপন করা হয়েছে।