ক্রীড়া ডেস্ক : আঙুলের চোটে বাকি দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। সিরিজের বাকি দুই ওয়ানডেতে খেলা হবে না অভিজ্ঞ তারকার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তার চোট প্রসঙ্গে বিসিবি ফিজিও দেবাশীষ চৌধুরী বিবৃতিতে বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে মুশফিক বাম হাতের তর্জনীতে চোট পান। এক্স-রের পর দেখা গেছে আঙুলে ফ্র্যাকচার রয়েছে তার। এখন বিসিবির চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন। ফলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলা হবে না তার।’
কবে নাগাদ খেলায় ফিরতে পারবেন ও রিকোভারি কতদিনে সম্ভব সেটা পরবর্তী আপডেটের মাধ্যমে জানানো হবে।
ইনজুরির কারণে মুশফিক ব্যাট করতে নামেন সাত নম্বরে। আর বাংলাদেশ শেষ আট উইকেট হারিয়েছে মাত্র ২৩ রানের ব্যবধানে। হেরে যাওয়া ম্যাচে তিন বলে মাত্র ১ রানে স্টাম্পড হয়ে ফিরেছেন মুশফিক।
তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ এখনও মুশফিকের বদলি ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে কিপিংয়ের দায়িত্বে ফিরতে পারতেন জাকের আলী।