ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ । ওই সিরিজ পরাজয়ই বিশ্বকাপ ম্যাচ নিয়ে বাড়তি চাপে পড়েছিল টাইগাররা। তবে আজকের ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে চাপকে পানসে বানিয়ে ছেড়েছে টিম বাংলাদেশ। ৬ উইকেটের বড় জয়ে দুই পয়েন্টের সঙ্গে ১.৪৮ বোনাস পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সাকিব বাহিনী।
আজ সকালে হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুই আতবে জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ভাল হয়নি। শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে তিনে নামা মেহেদী হাসান মিরাজ ও চারে নামা নাজমুল হোসেন শান্ত ওই ধাক্কা সামলে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান। পরে মিরাজ ফিরলেও ফিফটি করে ম্যাচ জিতিয়ে ফেরেন নাজমুল শান্ত।
এর আগে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৪৭ রানের জুটি গড়েন। সাবলীল শুরু করা ওই জুটি ভাঙে সপ্তম ওভারে সাকিব আল হাসান বল হাতে নিলে । তিনি দলকে দরকারী ব্রেক থ্রু দেন।। উঠিয়ে মারতে গিয়ে তরুণ ওপেনার ইব্রাহিম ২২ রান করে সাকিবের ক্যাচে পরিণত হন। এরপর রহমত শাহকেও (১৮) সাজ ঘরে পাঠান বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টাতে ব্যর্থ হন গুরবাজ ও হাসমতুল্লাহ শাহেদী। চারে নামা শাহেদী ১৮ রান করে মিরাজের বলে ক্যাচ দেন। দলের রান তখন মাত্র ১১২। সেখান থেকে দলের খাতায় ১৪ রান যোগ হতে আরও তিন উইকেট হারায় আফগানরা। ফিরে যান ৬২ বলে ৪টি চারের সঙ্গে এক ছক্কায় ৪৭ রান করা ওপেনার গুরবাজ। এ ছাড়া ব্যর্থ হন পাঁচে নামা নাজিবউল্লাহ (৫) ও ছয়ে নামা মোহাম্মদ নবীও (৬)। ঐ ধাক্কা আর সামাল দিতে পারেনি আফগানরা। মাত্র ৩৭.২ ওভারেই অলআউট হয় তারা।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সঙ্গে ফিফটি করায় ম্যাচ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ । দুই উইকেট দখল করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বাকি দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আফগানদের হয়ে তিন পেসার ফারুকি, নাভিন উল ও ওমরজাই নিয়েছেন একটি করে উইকেট । রশিদ খান ও মুজিবুর রহমান কোন উইকেট পাননি।