নিজস্ব প্রতিবেদক : মজুরি বৃদ্ধির দাবিতে টানা ৮ দিন কর্মবিরতির পর কাজে ফিরেছেন যশোরে বড় বাজারের দর্জি শ্রমিকরা। গতকাল বড়বাজার দর্জি কল্যাণ সমিতি ও পোষাক তৈরি ব্যবসায়ী সমিতির যৌথ সভায় দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। গতকালই অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছেন। বাকীরা শনিবার থেকে কাজে যোগ দেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দর্জি শ্রমিকরা জানান, তারা কাজ করেন মালিকের দোকানে। কাজের বিনিময়ে মালিকরা তাদের মজুরি দিয়ে থাকেন। প্রথমে তারা মৌখিকভাবে মালিক পক্ষকে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। কিন্ত মালিক পক্ষ তা মানতে রাজি হয়নি। তাই বাধ্য হয়ে দর্জি শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। টানা ৮ দিন কর্মবিরতির পর বৃহস্পতিবার মালিকপক্ষের সাথে সমঝোতা বৈঠকে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
বড় বাজার শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহাদুর রহমান রিগান বলেন, আমাদের দাবি ছিলো বর্তমান যে মজুরি রয়েছে, তার সাথে ২৫ টাকা করে বৃদ্ধি করা। কিন্তু মালিকপক্ষ ১৫ টাকা করে বৃদ্ধি করতে রাজী হয়েছে। এ কারণে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। শ্রমিকরা ইতোমধ্যে কাজে যোগ দিতে শুরু করেছেন।
শ্রমিক আনন্দ কুমার বলেন, আন্দোলনের কারণে আমার চাকরি চলে গিয়েছিলো। সেটাও মালিকপক্ষ প্রত্যাহার করেছে এবং শনিবার থেকে কাজে ফিরবো।
যশোর পোষাক তৈরি ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান খোকন বলেন, বৃহস্পতিবার থেকে কিছু কিছু শ্রমিক কাজে ফিরেছে এবং শনিবার থেকে সব শ্রমিক কাজে যোগ দেবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ছিল। আলোচনার মাধ্যমে উভয়পক্ষ সমঝোতায় এসেছে। সে অনুযায়ী শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে। মজুরি বৃদ্ধির বিষয়টি শনিবার লিখিত আকারে দেয়া হবে।