সমাজের কথা ডেস্ক : ‘লিডার আমিই বাংলাদেশ’ তপু খানের পরিচালনায় প্রথম ছবি । এতে অভিনয় করেছেন আলোচিত জুটি শাকিব-বুবলী। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে এই ছবি।
সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বিনা কাটছাটেই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লিডার আমিই বাংলাদেশ’। ছবিতে অ্যাকশন, রোমান্স ও সামাজিক সচেতনতা তুলে ধরা হয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যরাও খুশি । দর্শকদের কাছেও ভালো লাগবে ছবিটি।
ছবি দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন বলে জানান নির্মাতা তপু খান । তিনি বলেন, প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপাপর।
‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব-বুবলীর সাথে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, সুব্রত, মাসুম বাশার, সমু চৌধুরী প্রমুখ।