ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া মৌজার আদালতে নিষেধাজ্ঞা থাকা জমি বিক্রির চেষ্টা করছে প্রতিপক্ষরা। চলতি বছরের নভেম্বর মাসের ২১ তারিখে আদালত এই নিষেধাজ্ঞা দেন।
জানাগেছে, ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া মৌজায় মৃত আব্দুল হামিদের মেয়ে মৃত ফতেমা খাতুনের ১৪জন ওয়ারেশ ও মৃত শওকত আলীর মেয়ে মৃত নুরজাহান বিবির ১০জন ওয়ারেশ বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিবাদী করা হয়েছে ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আবু বক্কর, ইসাহক আলী, মেয়ে মঞ্জুয়ারা বেগম, নাছিমা বেগম, আঞ্জুয়ারা বেগম, হিরু বেগম, লতিফা বেগম ও মর্জিনা বেগমকে।
মামলা সূত্রে জানাগেছে, বাদীরা ওই মৌজার বিভিন্ন দাগে মোট ৩দশমিক ৫৬ একর জমি ওয়ারেশ সূত্রে পেয়ে ২০০৭ সাল থেকে নামপত্তন করে ভোগ দখল করছেন। এখন বিবাদীরা তা দখলে নিতে গেলে আদালতে মামলা হয়। মামলায় আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদীরা ওই জমি বিক্রির চেষ্টা করছেন বলে বাদী পক্ষের অভিযোগ।