নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : গতকাল রবিবার যশোরের অভয়নগরে আতিয়ার মোস্তারী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে আদিলপুর বিভাºী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিভাºী নিবাসী সানট্রাস্ট লি. এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন রহমান। স্কুল কমিটির সভাপতি তুষার কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক শিশির বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান হাশেম আলী, দুপ্রক সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, অধ্যক্ষ আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক অর্জুন সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ছবি রানী হোড়, আব্দুল গফ্ফার শেখ, মো: কামরুজ্জামান, ফাউন্ডেশনের সভাপতি বাপ্পী হোড় প্রমুখ।