নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মরহুম চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনালে ৮নং ভাতুড়িয়া ওয়ার্ড টাইব্রেকারে ৪—৩ গোলে ৪নং মাহিদিয়া ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শনিবার বিকেলে রুদ্রপুর মাঠে ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে ফাইনাল খেলা দেখতে আশপাশের গ্রাম থেকে স্কুল মাঠে ভিড় জমান সহস্রাধিক গ্রামবাসী। নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জয়লাভ করে ৮নং ভাতুড়িয়া ওয়ার্ড।
বিজয়ীরা পুরস্কার হিসেবে পান একটি ৩৯ ইঞ্চি এলইডি টেলিভিশন। রানার্সআপ দলকে দেওয়া হয় ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া, চাঁচড়া ফাঁড়ির ইনচার্য তারিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুতুবউদ্দিন বিশ্বাস, ভাতুড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ শচীন্দ্রনাথ গাইন, মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিনুর রহমান, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, সহিদুল ইসলাম, আনোয়ারুল মোল্যা আনু, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, বিল্লাল হোসেন, সফিয়ার রহমান, রশিদ আহম্মেদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য ইসমোতারা খাতুন, নাজমা খাতুন, নাজমা বেগম প্রমুখ।