সমাজের কথা ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে মাউন্ট মারাপি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে অন্তত ১১ হাইকারের মৃত্যু হয়েছে।
উদ্ধারকর্মীরা বলেছেন, ‘আগ্নেয়গিরি থেকে অন্তত তিনজনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে তবে এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।’ তবে আরেকজন কর্মকর্তা জানান, নিখোঁজ হাইকারের সংখ্যা ২২।
সংবাদ মাধ্যমগুলো বলছে, আজ সোমবার তিনজনকে উদ্ধার করা হয়েছে তবে ছোট আগ্নেয়গিরির কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। অগ্ন্যুৎপাতের সময় অঞ্চলটিতে অন্তত ৭৫ জন হাইকার ছিলেন। এদের বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে।