সমাজের কথা ডেস্ক : দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের মধ্যেই দেখা দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন পরিস্থিতির মধ্যেই সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, দেশের চার বিভাগ ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টি হচ্ছে। যার সঙ্গে রয়েছে মৃদু বাতাস, যা ঠান্ডা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছে না তারা।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির ফলে কুয়াশা কেটে সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল থেকে, যার ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারে।