২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আগামীকাল ঢাকায় আসছে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল

সমাজের কথা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক—নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণ করতে ঢাকায় আসছেন। আগামীকাল ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের সমন্বয়ে গঠিত এই পর্যবেক্ষক দল ঢাকায় আসবে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রতিনিধিদল আগামী ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক—নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে আসবেন তারা।

ছয়জন প্রতিনিধি ও সাপোর্ট স্টাফের প্রতিনিধিদলটি এক সপ্তাহের বাংলাদেশ সফরে নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব সংগঠনসহ সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবেন।

এক সপ্তাহের পর্যবেক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের প্রাক—নির্বাচন পর্যবেক্ষক দলটি এক প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে তাদের মূল্যায়ন তুলে ধরবেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram