সমাজের কথা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক—নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণ করতে ঢাকায় আসছেন। আগামীকাল ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের সমন্বয়ে গঠিত এই পর্যবেক্ষক দল ঢাকায় আসবে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রতিনিধিদল আগামী ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক—নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে আসবেন তারা।
ছয়জন প্রতিনিধি ও সাপোর্ট স্টাফের প্রতিনিধিদলটি এক সপ্তাহের বাংলাদেশ সফরে নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব সংগঠনসহ সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবেন।
এক সপ্তাহের পর্যবেক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের প্রাক—নির্বাচন পর্যবেক্ষক দলটি এক প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে তাদের মূল্যায়ন তুলে ধরবেন।