৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আকাশ হত্যাকান্ড : ৩ আসামির দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক: যশোরে আকাশ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেফতার, আলামত উদ্ধার ও হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত ৩ আসামি হলো সাগর, ছোট আকাশ ও অনিক। উদ্ধারকৃত আলামত হলো ৪টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি কাটারি কুড়াল। গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাত সোয়া একটার দিকে শহরের শংকরপুরের ইসহাক সড়কের (পশ্চিম পাড়া) বটতলা এলাকার ইদ্রিস আলীর বাড়ির পাশে রাস্তার উপর আজিম হোসেন ওরফে আকাশকে (২১) পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার প্রতিপক্ষরা হত্যা করে। নিহত রাজমিস্ত্রি আকাশ একই এলাকার তোতা সরদারের ছেলে।

<<আরও পড়তে পারেন>> ‘ফেসবুক পোস্টে কমেন্ট নিয়ে বিরোধে আকাশ হত্যাকান্ড’

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আকাশের সাথে একই এলাকার সোহান, অনিক হাসান ওরফে অনি, সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম ওরফে ছোট আকাশ, মামুন, মুরগী সোহেল, ইয়াছিন, রাহুল, নয়ন, রমজান ওরফে ছোট রমজানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আসামিরা আজিম হোসেন ওরফে অকাশকে হত্যার পরিকল্পনা করে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতের পর আসামি সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির, মুরগি সোহেল, মামুন নিহত আকাশকে ডেকে নিয়ে যায়। তারা তাকে নিয়ে ইসহাক সড়কে (পশ্চিমপাড়া) ইদ্রিস আলীর বাড়ির পাশে চায়ের দোকানের সামনে কথা বলছিল। এমন সময় সোহান, অনিক হাসান ওরফে অনি, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম ওরফে ছোট আকাশ, ইয়াছিন, রাহুল, নয়ন, রমজান ওরফে ছোট রমজানরা চাইনিজ কুড়াল, চাকু, হাসুয়া, কাটারি কুড়াল ও লাঠিসোটা নিয়ে উপস্থিত হয়ে আকাশকে ঘিরে ধরে। পরে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। এর একপর্যায়ে আসামি সোহান আকাশের গলায় চাকু ঢুকিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর যশোর পিবিআই নিজেদের বাহিনী দিয়ে অভিযান শুরু করে এবং ২৪ ঘণ্টার মধ্যে ৩জন আসামিকে গ্রেফতারসহ কিছু অস্ত্র—সরঞ্জাম জব্দ করে। পিবিআই বুধবার বিকেলে শংকরপুর এলাকা হতে আব্দুল খালেকের ছেলে আব্দুল হাকিম ওরফে সাগরকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার সকালে আব্দুল খালেকের অপর ছেলে আব্দুল আলিম ওরফে ছোট আকাশ, আলতাফ হোসেন আলতুর ছেলে অনিক হাসান অনিকে ঝিকরগাছার বাঁকড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শংকরপুরের আব্দুর রাজ্জাকের বাড়ির টয়লেটের টিনের চালের উপর থেকে ৪টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি কাটারি কুড়াল জব্দ করে পিবিআই।

এ সময় গ্রেফতারকৃতরা হত্যার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। হত্যার ঘটনায় নিহত আকাশের মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃতদেরকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপার্দ করলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। অন্যদেরকে গ্রেফতার ও আলামত উদ্ধারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram