সমাজের কথা ডেস্ক : নেদারল্যান্ডসকে হারাতে পারলে আর্জেন্টিনা শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে । আর এমন সময়ে এসে দলের তারকা মেসির কাছ থেকে পাওয়া গেল বিশ্বকাপ জয়ের আশ্বাস। তিনি মনে করেন , আর্জেন্টিনা ফেভারিট তকমা নিয়েই কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছিল । বিশ্বকাপের সময়ে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির কাছে অসংখ্যবার জানতে চাওয়া হয়েছে, কাতার বিশ্বকাপ কি ঘরে তুলবে আকাশি-নীলরা? নিজের শেষ বৈশ্বিক আসরের শ্রেষ্ঠত্বের মুকুট পরেই কি অবসরে যাবেন মেসি?
প্রতিবার এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন তিনি। এমনকি নিজেদের ফেভারিট মানতেও নারাজ ছিলেন তিনি । সৌদি আরবের বিপক্ষে হারার পর তা আরও প্রবল হয়ে দেখা দেয়।
যদিয় আর্জেন্টিনা নিশ্চিত করেছে শেষ আট। হোঁচট খেয়ে শুরুটা হলেও ছন্দে ফিরতে বেশি সময় লাগেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মেসিরা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল ।
শেষ আটে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসকে হারাতে পারলে শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে লাতিন আমেরিকান জায়ান্টরা। আর এমন সময়ে এসে মেসির কাছ থেকে এসেছে বিশ্বকাপ জয়ের আশ্বাস। তিনি বলেছেন, কাতার বিশ্বকাপ উঠবে আকাশি-নীলদের হাতেই।