সমাজের কথা ডেস্ক : ভারত থেকে নেমে আসা পানির কারণে আকস্মিক বন্যায় প্লাবিত দেশের ১২ জেলা। এতে অর্ধকোটির বেশি মানুষ পানিবন্দি দিন কাটাচ্ছেন। বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি পাশাপাশি যোগ দিয়েছেন সাধারণ মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতে পিছিয়ে নেই দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। বিনোদন জগতের এসব মানুষের কেউ সংগ্রহ করছেন ত্রাণ, কেউ সশরীরে বন্যাকবলিত এলাকাগুলোতে হাজির হয়েছেন।
এসবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্যাদুর্গতদের অসহায় অবস্থায় দেখে মন ভালো নেই তার। রোববার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন অনুভূতি প্রকাশ করেন এ চিত্রনায়িকা।
পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজের ও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’
তিনি লিখেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’