ক্রীড়া ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপে শুভ সূচনা হলো বাংলাদেশের। হংকংয়ের বিপক্ষে অধিনায়ক আকবর আলীর ব্যাটে ১০ বল আগেই ৫ উইকেটের জয় পায় লাল-সবুজ জার্সিধারীরা। আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
টসে জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা প্রতিপক্ষকে চাপে ফেললেও বাবর হায়াত বাধা হয়ে দাঁড়ায়। টপ অর্ডার ব্যাটারের তাণ্ডবে ৮ উইকেটে ১৫০ রান করে দলটি। বাবর ৬১ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেন ৮৫ রানের ইনিংস। বাকি ব্যাটারদের মধ্যে কেবল নিজাকাত খান (২৫) ও এহসান খান (১৩*) দুই অঙ্কের ঘরে যান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এছাড়া আবু হায়দার, রেজাউর রহমান রাজ্জা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি একটি করে উইকেট পান।
১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে চাপে পড়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই বাংলাদেশ দল ৩৮ রানে হারিয়ে ফেলে দুটি উইকেট। তারপর আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে দলীয় ৫৫ রানে পারভেজ হোসেন ইমনও (২৮) সাজঘরে ফেরেন। এরপর তাওহীদ হৃদয় ও আকবর ৩৪ বলে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১০৯ রানের মাথায় ২২ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হন হৃদয়। এরপর শামীম হোসেনের সঙ্গে ১৪ বলে ২০ রানের জুটি গড়ে আউট হন অধিনায়ক আকবর। তার ২৪ বলে ৪৫ রানের ইনিংসটাই মূলত দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। এই ইনিংস সাজাতে আকবর ৪টি চার ও ৩টি ছয়ের মার মারেন। বাকি পথটা শামীম (১৯*) ও রাব্বি (৮*) অপরাজিত থেকে শেষ করেন।
হংকংয়ের বোলারদের মধ্যে এহসান খান সর্বোচ্চ তিনটি উইকেট নেন। নসরুল্লা রানা ও আতিক ইকবাল নেন একটি করে উইকেট।