সমাজের কথা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩টি সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
১৭ ডিসেম্বর বিকেল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ৫টি আসন নির্বাচন কমিশনের (ইসি) বাছাইয়ে বাতিল হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ ২৬৩টি, জাপা ২৬টি এবং জোট শরিকদের ৬টি মিলে হয় ২৯৫টি আসন। তবে ৩০০ আসনের মধ্যে ইসির বাছাইয়ে বাতিল হওয়া বাকি ৫টি আসনে কারা প্রার্থী হচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি বিপ্লব বড়ুয়া।