ক্রীড়া ডেস্ক : মেয়েদের এশিয়া কাপে ভালো পারফর্ম করে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। মঙ্গলবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৪ নন্বরে। অন্যদিকে পিছিয়ে গেছেন বাংলাদেশের বোলাররা।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৬২ রান করেছিলেন নিগার। এরপর ভারতের বিপক্ষে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ম্যাচে খেলেছিলেন ৩২ রানের ইনিংস। ৩ ম্যাচে তার মোট সংগ্রহ ১৪২, কিন্তু স্ট্রাইকরেট মাত্র ৯৬.৫৯। অন্যদিকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ব্যাটার চামিরা আতাপাত্তু ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। এক সেঞ্চুরিতে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ ৩০৪ রান করেছেন।
ব্যাটারদের তালিকায় নিগারের উন্নতি হলেও পিছিয়ে গেছেন বাংলাদেশের বোলাররা। ৪ ধাপ পিছিয়ে রাবেয়া খাতুন নেমে গেছেন ১০ নম্বরে। বল হাতে পিছিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আকতারও। ৫ ধাপ পিছিয়ে তিনি ২৬ নম্বরে নেমে গেছেন। এছাড়া উঠতি তারকা মারুফা আক্তার ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ৩০ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নেওয়া সাদিয়া ইকবাল এক ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চার নম্বরে উঠে এসেছেন।