সমাজের কথা ডেস্ক : এবারের এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের দুরন্ত বল দেখেছে ক্রিকেটবিশ্ব। তারই পুরস্কারস্বরূপ এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে বড় সুখবর পেলেন সিরাজ। আট ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি।
এশিয়া কাপে মাত্র ১২.২ গড়ে ১০ উইকেট নিয়েছেন সিরাজ। র্যাংকিংয়ে তিনি পেছনে ফেলেছেন ট্রেন্ট বোল্ট, রশিদ খান এবং মিচেল স্টার্কের মতো তারকাদের।
অবশ্য র্যাংকিংয়ে উন্নতি হয়েছে রশিদ খানেরও। বর্তমানে ৫ নম্বর অবস্থানে আছেন তিনি। তার সতীর্থ মুজিব উর রহমান তার চেয়ে এক ধাপ এগিয়ে।