ক্রীড়া ডেস্ক : ভারতের শীর্ষ তারকা বোলার জসপ্রীত বুমরা ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন। জো রুট, ট্রাভিস হেড ও হ্যারি ব্রুকের মতো তারকাদের সঙ্গে লড়াই করে স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জিতলেন তিনি। রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় হিসেবে এই পুরস্কার হাতে নিলেন বুমরা।
২০২৪ সালে তিন ফরম্যাটে দাপট দেখান বুমরা। বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টিতে ছিলেন অদম্য। সংক্ষিপ্ত সংস্করণে ভারতকে বিশ্বকাপ জেতাতে ১৫ উইকেট নেন তিনি। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। টেস্টে পান ৭১ উইকেট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি। ৯০০ রেটিং পয়েন্ট পেরিয়ে হন র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার।