ক্রীড়া ডেস্ক : আগের দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সেই লক্ষ্যে আশাও জাগিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ ওভারে আইরিশ ব্যাটার লরা ডেলানির বীরত্বে এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
শেষ দিকে আইরিশদের ভালোই চাপে ফেলতে পেরেছিল বাংলাদেশ। ১২৪ রানের লক্ষ্যে সফরকারী দল ১৬-১৯ ওভার কোনও বাউন্ডারির দেখা পায়নি। কিন্তু স্বর্ণা আক্তারের ২০তম ওভারেই ম্যাচের ভাগ্য বদলে দেন ডেলানি। শেষ ওভারে আইরিশদের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই অবশ্য কেলিকে রানআউট করে চাপ ধরে রেখেছিল স্বাগতিক দল। কিন্তু প্রান্ত আগলে থাকা ডেলানি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয় বলে ডাবল নিয়ে পরের তিন বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ম্যাচসেরা তাই ডেলানি।
সিলেটে শুরুতে টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ১২৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। মূলত টপের দুই ব্যাটারের অবদানেই এই সংগ্রহ দাঁড় করানো গেছে। ওপেনার সোবহানা মোস্তারির ৪৩ বলে ৪৫ ও শারমিন আক্তারের ৩৩ বলে ৩৪ রান অবদান রাখে। তাছাড়া ১২ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। বাকি ব্যাটাররা সিঙ্গেল ডিজিটে শুধু আসা-যাওয়া করেছেন!
আইরিশদের হয়ে সেরা বোলার ছিলেন ওরলা প্রেন্ডারগাস্ট। পুরো সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা তিনি। ২২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুটি নিয়েছেন অ্যাইমি ম্যাগুয়ের।
জবাবে আইরিশ দল ৬ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়েছে। ওপেনিং জুটিতেই তারা যোগ করে ৫৫ রান। অ্যামি হান্টার ২৮ রানে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হলে ভাঙে জুটি। দ্রুত সময়ে অধিনায়ক গ্যাবি লুইসও ২১ রানে রাবেয়ার শিকার হয়েছেন। তার পর ওরলা প্রেন্ডারগাস্ট ১১ রান ও লিয়া পল শূন্য রানে ফিরলে প্রান্ত আগলে বীরত্ব দেখিয়েছেন লরা ডেলানি। রেবেকা স্টকেলের সঙ্গে ৩৩ রানের জুটিতে দলকে জয়ের কাছে নিয়ে গেছেন। স্টকেল আউট হন ১৯ রানে।
বাংলাদেশের হয়ে ১৭ রানে দুটি উইকেট নেন রাবেয়া খান। একটি করে নেন নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস।