ক্রীড়া ডেস্ক : বিসিসিআই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে । এই তালিকায় বাংলাদেশী চার ক্রিকেটারের নাম রয়েছে । তারা হলেন,সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে আগেই রিটেইন করায় তার অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়ে আছে। এবার ৫
বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলার আগ্রহ দেখিয়েছিলেন। তবে নিবন্ধিত নামের মধ্যে চূড়ান্ত তালিকায় শরিফুল ইসলামের জায়গা হয়নি। ২০২৩ সালের আইপিএল খেলার জন্য নিবন্ধিত হন ৯৯১ ক্রিকেটার । সেখান থেকে বাংলাদেশের চারজনসহ চূড়ান্ত তালিকায় ৩৬৯ ক্রিকেটার ১০ দলের আসরটির জন্য মনোনীত হয়েছেন। ফ্র্যাঞ্চাইজি মালিকরা ২৩ ডিসেম্বর বেছে নেবেন তাদের পছন্দের ক্রিকেটার।