৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আইনজীবী হত্যার বিচার চেয়ে সম্প্রীতির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আইনজীবী হত্যার বিচার চেয়ে সম্প্রীতির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সমাজের কথা ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জুলাই-অগাস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনটি বলছে, আওয়ামী লীগ ও দলটির দোসরদের ‘মদদে’ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দেশের ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে প্রপাগান্ডা’ চালাচ্ছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন 'গায়ে পড়ে' দেশের মানুষের মধ্যে 'বিভেদ সৃষ্টির অপচেষ্টা' চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত শোক ও সম্প্রীতি সমাবেশে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা।
সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, "গতকালকে (মঙ্গলবার) ইসকনের পক্ষ থেকে যেভাবে গায়ে পড়ে এখানে হামলা চালানো হয়, ঝগড়া লাগানোর মত। বাংলাদেশের মানুষ উত্তরাধিকার সূত্রে শান্তিপ্রিয়, শুধু শুধু গিয়ে ঝগড়া পছন্দ করি না।

"কিন্তু দিনের পর দিন একটা সংখ্যালঘু তত্ত্ব দিয়ে মানুষকে উসকে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষ এই তত্ত্ব পছন্দ করে না, খায় না।"
তিনি অভিযোগ করেন, "ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যেটার মাধ্যমে সে ভারতে নিজের এজেন্ডা বাস্তবায়ন করবে। ভারতীয় মিডিয়াগুলো দেখাতে চায় বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং এদেশের মুসলমানরা এখন সব হিন্দুদের বিপদে ফেলবে।"

চট্টগ্রামে ইসকন পরিচালিত মন্দির পুণ্ডরীক ধামের অধ্যক্ষ, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে মঙ্গলবার তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রামের হাকিম আদালত।

ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। বেলা সোয়া ১২ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

সে সময় বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাংচুর করে। বিক্ষোকারীদের ছোড়া ঢিলে আদালত মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার কাঁচ ভেঙে যায়।
এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন না দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, “উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বিভিন্ন হামলার পরে এই ঘটনা ঘটল। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটের পাশাপাশি প্রতিমা ও মন্দিরে চুরি, ভাংচুর ও অবমাননার কিছু নথিবদ্ধ ঘটনাও রয়েছে।

“এসব ঘটনায় জড়িতরা যখন ধরাছোঁয়ার বাইরে, তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায়সঙ্গত দাবি উত্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক।”
ওই বিবৃতিকে ‘ভিত্তিহীন’ হিসেবে তুলে ধরে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের অন্তর্ববর্তীকালীন সরকার।

পাল্টা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, “বাংলাদেশ সরকার মনে করছে, এই ধরনের ভিত্তিহীন বিবৃতি কেবল তথ্যের ভুল উপস্থাপনই নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার যে মেজাজ, সেটারও পরিপন্থি।” এ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

তিনি বলেন, “৫ অগাস্ট যখন শেখ হাসিনা চেষ্টা করেছিল সংখ্যালঘুদের ওপর আক্রমণ দেখিয়ে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি করবে, তখনও আমাদের দেশের মানুষ মন্দির পাহারা দিয়েছে, সনাতন ভাই-বোনদের এলাকা পাহারা দিয়েছে। দেশের মানুষ ধর্মের নামে রাজনীতি চায় না, ওই কমিউনাল রাজনীতি এদেশের মানুষ আর চায় না।"

ফাতেমা বলেন, "শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের বাবা তার ছেলে লাশের সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। কত বড় মন এদেশের মানুষের।"

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আ জ ম নাসিরের লোক ইসকনের পেছনে ‘কলকাঠি নাড়ছে' অভিযোগ করে ফাতেমা ‘আওয়ামী লীগের দোসরদের' গ্রেপ্তার করে গণহত্যার বিচার শুরুর দাবি জানান।
মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, "শেখ হাসিনা তার দোসর মোদীকে নিয়ে বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এদেশের মানচিত্রের দিকে দিল্লি থেকে যে হাত বাড়ানো হবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। ইসকন লীগের রূপে হোক, আনসার লীগের রূপে হোক, যেই রূপেই হোক, সে হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত।”

এ দেশে শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে মন্তব্য করে তিনি বলেন, "একজনকে হত্যা করে আপনারা যদি ভেবে থাকেন হিন্দু মুসলিমদের প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি দাঁড় করাবেন, তাহলে তা আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে।"
সমাবেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবি করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, সিনথিয়া জারিন আয়েশা, আন্দোলনের সমন্বয়ক মাহিন ইসলামসহ অন্যান্য সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram