নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে নির্বাচনে ইচ্ছুক নন জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র আইনজীবীরা। ফলে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের প্রার্থী বাছাই সভা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
দীর্ঘ কয়েক বছর ধরে যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আভ্যন্তরীণ কোন্দল ধিরে ধিরে প্রকাশ্য রূপ নিয়েছে। সভাপতি আবু মোত্তর্জা ছোটকে বহিষ্কার করায় এ কোন্দল প্রকট আকার ধারণ করে। ফলে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীদের ভরাডুবি হয়।
<< আরও পড়তে পারেন >> যশোর বারের নির্বাচন : ইদ্রিস—জিউস প্যানেলের যৌথ সভা
নির্বাচন পরবর্তী সময়ে সিনিয়র আইজীবীরা ফোরামের বিশেষ সাধারণ সভা করে কমিটি ভেঙ্গে দিয়ে নজরুল ইসলামে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলে তা আজও আলোর মুখ দেখেনি।
আবারও যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন এসেছে। চারিদিকে প্রার্থীদের প্রচারণা শুরু হয়ে গেছে। জাতীয়তাবাদী ফোরামের কোন্দল নিরসনে আহবায়ক নজরুল ইসলাম বিশেষ সাধারণ সভার আহবান করেন। সভায় বক্তারা বহিষ্কৃত সভাপতি আবু মোত্তর্জা ছোটকে ফোরামে ফিরিয়ে এনে নির্বাচন করার সুপারিশ করেন।
এ সভায় বক্তাদের মতামত রেজুলেশন করে সিদ্ধান্তের জন্য কেন্দ্রে পাঠানো হয়। অনেকে মনে করেছিলেন এবার কেন্দ্রের সিদ্ধান্তে যশোর ইউনিটের কোন্দল নিরসন হবে। সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনবে।
কিন্তু কেন্দ্র এ ব্যাপারে কোন মতামত আজও দেয়নি। আইনজীবী সমিতির নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ফোরামের সদস্যদের মধ্যে কোন্দল আরও প্রকাশ্য হয়ে উঠেছে। তারই ফলশ্রম্নতিতে ফোরামের সভায় সদস্যদের উপস্থিতিতে অনীহা দেখা দিয়েছে।
এরমধ্যে গত ৪ সেপ্টেম্বর ফোরামের কেন্দ্রীয় সহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক চিঠিতে সভাপতি—সাধারণ সম্পাদককে স্ব—স্ব ইউনিটের সম্মেলন, কমিটি পুনঃগঠন, কমিটিতে সংযোজন—বিয়োজন এবং কমিটি স্থগিতকরণ বিষয়ে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণে বিরত থাকতে বলা হয়েছে। ফলে যশোর ইউনিটের আহবায় কমিটি বাতিল ও পূর্বের কমিটি বহল থাকছে।
একই সাথে কেন্দ্র থেকে অলিখিতভাবে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্ট্রের ব্যানারে আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতের যশোর ইউনিটের সদস্যদের মতামত দেয়া হয়। ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে নির্বাচন করতে যশোর ইউনিটের সিনিয়র সদ্যসদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়। তাই অনেকেই যোগ দেননি প্রার্থী বাছাই সভায়।
রোববার দুপুর আড়াইটায় যশোর আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনাতনে শুরু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী বাছাই সভা। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ফোরমের সিনিয়র সদস্য মোহাম্মদ ইসহক।
বক্তব্য রাখেন, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি ইমামুল হাসান, সভাপতি প্রার্থী মুজিবর রহমান, এমএ গফুর।
সভায় আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে সভাপতি পদে মুজিবুর রহমান, সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি, মাহফুজুর রহমান, মঞ্জুর কাদির আশিক, যুগ্ম সম্পাদক পদে জুলফিকার আলী জুলু, সহকারী সম্পাদক পদে তাহমিদ আকাশ, ডেজিনা ইয়াসমিন, গ্রন্থগার পদে মুস্তাকিন মোস্তফা এবং সদস্য পদে সেলিম রেজা, এনামুল আহসান টিটুল, রোকনুজ্জামান রোকন ও কোরম উদ্দিন প্রস্তাব করা হয়। এ সভায় ফোরামের সিনিয়র সদস্যরা উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত প্রার্থীদের নাম চুড়ান্ত না করে সভা শেষ করা হয়।