নিজস্ব প্রতিবেদক : বাংলা নতুন বছর উদযাপনের অংশ হিসেবে যশোরের নারী ব্যবসায়ীদের বিভিন্ন উদ্যোগকে সবার সামনে তুলে ধরতে আইডিএলসি’র আয়োজনে অনুষ্ঠিত হলো পূর্ণতা বৈশাখী মেলা ১৪৩০। নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেবার লক্ষ্যেই এই আলোজন করা হয়েছিলো। পহেলা বৈশাখ শুক্রবার যশোরের হোটেল ওরিয়নে এই মেলা অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে উদীয়মান নারী উদ্যোক্তারা আইডিএলসি’র সৌজন্যে আয়োজিত ফ্রি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করতে পারে। প্রসঙ্গত, আইডিএলসি পূর্ণতা নারী উদ্যোক্তাদের জন্য একটি পরিপূর্ণ ব্যবসায়িক সমাধান যা লোন প্রদানের পাশাপশি ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বৃদ্ধি, বীমা সুবিধা, বিজনেস ফ্যাসিলিটেশন সার্ভিসসহ আরও অনেক সুবিধা প্রদান করে থাকে।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আইডিএলসি দেশজুড়ে ঢাকা, যশোর, কুমিল্লা, রংপুর, ফরিদপুরসহ বিভিন্ন শহরে এই ধরনের মেলা আয়োজন করে আসছে যা কোভিডকালীন সময় স্থগিত ছিল। পূর্বের সফলতার ধারাবাহিকতায় এই বছরে বিভিন্ন কমিউনিটির নারী উদোক্তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আবারও এই আয়োজন করা হয়েছে।
আইডিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জাভেদ নূর বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি একই পৃষ্ঠপোষকতায় বিশ্বাস করে। বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনার মাধ্যমে আইডিএলসি দেশের নারী উদ্যোক্তাদের প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য আর্থিক সমাধানসহ প্রয়োজনীয় অনেক সহায়তা প্রদান করেছে।