ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বাকি তিন দিন। আট বছর পর মাঠে ফেরা টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা বাড়ছেই। ধারাভাষ্যকার থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা তাদের ফেভারিট বাছাই করছেন, সেরা চারে কে থাকবে তা নিয়েও নিজেদের মত দিচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে ক্লার্ক তার সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্ট বাছাই করেছেন, এমনকি কে চ্যাম্পিয়ন হবে সেই ব্যাপারেও কথা বলেছেন।
ক্লার্কের চোখে এবারের সেমিফাইনালে খেলবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। স্কোয়াড ও আইসিসি ইভেন্টে তাদের সাফল্য বিবেচনায় এই চার দলকে এগিয়ে রাখছেন তিনি।
ক্লার্ক বলেছেন, ‘ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড- আমার সেরা চারে এই দলগুলোকে রাখছি।’
স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের ব্যাপারে সাবেক অজি অধিনায়ক বলেছেন, ঘরের মাঠে খেলা ও ভারতের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে নকআউটে যেতে অনুপ্রেরণা যোগাবে।
ক্লার্ক যোগ করেছেন, ‘পাকিস্তান ও ভারতের প্রতিদ্বন্দ্বিতা অবিশ্বাস্য। তারা টুর্নামেন্টে মুখোমুখি হলেই সেটা হয়ে যায় ঐতিহাসিক ব্যাপার। পাকিস্তানের ভারসাম্যপূর্ণ স্কোয়াড আছে। তাদের হোম কন্ডিশন সুবিধা দেবে। সেরা পারফরম্যান্স করতে পারলে তারা বহুদূর যাবে।’
আলোচনার শেষ দিকে গিয়ে ফাইনালের ব্যাপারেও নিজের মত দিয়েছেন ক্লার্ক, ‘অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা। আমি মনে করি তারা দুই ফাইনালিস্টের একটা হবে। আমার মতে ফাইনালে তারা ভারতকে পাবে। আর ওই ম্যাচে ভারত হারাবে অস্ট্রেলিয়াকে। আমি এটা আশা করি না, বললাম আর কী।’