সমাজের কথা ডেস্ক : নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলের সহ—অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে।
ঘোষিত নতুন এই দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা। জায়গা হয়নি অলরাউন্ডার লতা মন্ডল ও ব্যাটসম্যান শরীফা খাতুনেরও। তাদেরকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। নতুন ক্রিকেটার হিসেবে জায়গা হয়েছে ফারজানা হক লিসার।
আগামীকাল রবিবার বাংলাদেশে আসার কথা অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার। এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার নারীরা। এর আগে সর্বশেষ ২০১৪ টি—টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এদেশে এসেছিল তারা।
এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টি—টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। চলতি মাসের ২১, ২৪ ও ২৭ মার্চ হবে তিনটি ওয়ানডে। আর ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল হবে তিনটি টি—টোয়েন্টি।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে বসবে টি—টোয়েন্টি বিশ্বকাপের আসর। কন্ডিশন সম্পর্কে ধারণা পরিষ্কার করতেই মূলত আসবে অজিরা। তাদের পর আসার কথা আছে ভারত দলেরও।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, রাবেয়া খান, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার (সহ—অধিনায়ক), সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম, শরীফা খাতুন ও লতা মন্ডল।