সমাজের কথা ডেস্ক : ঢিমেতালে শুরু ম্যাচে লিওনেল মেসি ছন্দ খুঁজে ফেরা দলকে দারুণ এক গোলে পথ দেখালেন । এখানেই শেষ নয়, প্রতিপক্ষের ভুলে পরে মিলল আরও এক গোল। তবে আর্জেন্টিনার অনায়াস জয়ের দিকে এগিয়ে চলা ম্যাচে হঠাৎ নাটকীয়তা্র সৃষ্টিও হয় । ব্যবধান কমিয়ে আক্রমণে ধার বাড়ায় অস্ট্রেলিয়া। একেবারে শেষ সময়ে তারা তো গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। তবে বিশ্বস্ত এমিলিয়ানো মার্তিনেস সে বিপদ হতে দিলেন না। আর তাতেই বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় লিওনেল মেসির দল। কাতারের আল রাইয়ান আহমেদ বিন আলি স্টেডিয়ামে শনিবার রাতের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা।
দারুণ এই জয়ের ম্যাচে অসাধারণ এক মাইলফলকও স্পর্শ কেছেন মেসি; গড়েছেন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এক হাজারতম ম্যাচ খেলার কীর্তি। তার গোলে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের ভুলের সুযোগে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেস।
শেষ দিকে এনসো ফের্নান্দেসের আত্মঘাতী গোলে আশা জাগায় অস্ট্রেলিয়ার। তবে অঘটনের বিশ্বকাপে নতুন কোনো অঘটনের জন্ম দিতে পারেনি তারা। ২-১ গোলেই শেষ হয় খেলা।
সামনে সেমি-ফাইনালে ওঠার পরীক্ষা, সেখানে তাদের প্রতিপক্ষ গতরাতে প্রথম খেলায় জয়ী নেদারল্যান্ডস। দিনের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে তারা ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে।
শুক্রবার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস।