সমাজের কথা ডেস্ক : বিয়ের দেনমোহর হিসেবে পাঁচটি ফলদ ও বনজ গাছ নির্ধারণ করায় প্রশংসায় ভাসছেন সুকৃতি আদিত্য ও নাবিন আদনান দম্পতি। তারা যথাক্রমে নাটোর ও কুমিল্লার সন্তান। দেনমোহর নিয়ে অসুস্থ প্রতিযোগিতার মাঝে এমন ব্যতিক্রমী দেনমোহরের কারণে প্রশংসা পাচ্ছেন তারা।
আনুষ্ঠানিকতা শেষে বিয়ের দিনই কনের বাবার বাড়িতে গাছের পাঁচটি চারা রোপণ করেন বর-কনে। গত শুক্রবার নাটোরের দিঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের পাশে কনের বাবার বাড়িতে এই বিয়ে সম্পন্ন হয়।
এলাকাবাসী জানায়, সুকৃতি ও তার মা-বাবার রয়েছে গাছ ও পরিবেশের প্রতি অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকে তিনজনের পরিকল্পনা অনুযায়ী সুকৃতি তার বিয়ের মোহরানা হিসেবে বেছে নেন গাছ। পারিবারিকভাবে ধুমধাম করেই তাদের বিয়ে হয়। বিয়ের আসরেই মোহরানা হিসেবে পাঁচটি ফলদ ও বনজ গাছ হস্তান্তর করেন বরপক্ষ।