কেশবপুর (যশোর) প্রতিনিধি : শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গতকাল বৃহস্পতিবার কেশবপুরে শীতার্তদের মাঝে কম্বল, মহিলাদের সেলাই মেশিন ও দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থাকে। প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ কিছু পায়, একটি মানুষও অনাহারে থাকে না। আর মানুষ ভালো থাকলে বিএনপি জামায়াতের রাজনীতি বন্ধ হয়ে যায়। তারা তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করতে হবে।
গতকাল দুপুরে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৪ হাজার কম্বল, ২৭ জন মহিলার মাঝে সেলাই মেশিন ও ১১৪ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, জেলা নেতা রেজাউল ইসলাম, কেশপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মফিজ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এসএম বাবর আলী, সদস্য শেখর রঞ্জন দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, পাজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, যুবলীগের আহŸায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহŸায়ক সরদার মুনসুর আলী, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি ও কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন।