মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে করিমন-ইজিবাইক- থ্রি-হুইলারসহ বিভিন্ন অনোনুমোদিত ছোট বাহন। মহাসড়কে এসব যান চলাচলে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। বিভিন্ন সময়ে মহাসড়কে হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসালেও অভিযান চলে শুধু মোটরসাইকেলের বিরুদ্ধে। পুলিশের সামনেই চলাচল করে অনোনুমোদিত অবৈধ যানবাহন। ছবিটি গতকাল যশোর ঝিনাইদহ মহাসড়কের ছাতিয়ানতলা এলাকা থেকে তোলা : ছবি -এইচ আর পরাগ