সমাজের কথা ডেস্ক : ২০২২ সাল এখন অতীত। মহাকালের আবর্তে হারিয়ে গেল বছরটি। বিগত বছরটিতে নানাজনের ছিল নানা পরিকল্পনা । যার অনেকগুলোই তারা করতে পেরেছেন আবার অনেকগুলো থেকেগেছে বাকির খাতায়। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন বছরকে সাজিয়েছেন নতুন পরিকল্পনায়।
জয়া গনমাধ্যমকে জানান, গত বছর তার কাটে নানা ব্য¯ত্মতায়। পাওয়া-না পাওয়া সবমিলিয়ে মন্দ কাটেনি বিদায়ী বছরটা। তিনি বলেন, গত বছর অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুতেই সফল হতে পারিনি।
আসলে ‘এটাই নিয়ম; যে নিয়মেই জীবন প্রবাহমান। ’
ইংরেজি নতুন বছর নিয়ে জয়া বলেন, ‘ ফেলা আসা বছরে যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, এ বছরে আমার এটাই চাওয়া, । দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক সেটাও চাই ।’