১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান জয়া
অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান জয়া
332 বার পঠিত

সমাজের কথা ডেস্ক : ২০২২ সাল এখন অতীত। মহাকালের আবর্তে হারিয়ে গেল বছরটি। বিগত বছরটিতে নানাজনের ছিল নানা পরিকল্পনা । যার অনেকগুলোই তারা করতে পেরেছেন আবার অনেকগুলো থেকেগেছে বাকির খাতায়। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন বছরকে সাজিয়েছেন নতুন পরিকল্পনায়।

জয়া গনমাধ্যমকে জানান, গত বছর তার কাটে নানা ব্য¯ত্মতায়। পাওয়া-না পাওয়া সবমিলিয়ে মন্দ কাটেনি বিদায়ী বছরটা। তিনি বলেন, গত বছর অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুতেই সফল হতে পারিনি।
আসলে ‘এটাই নিয়ম; যে নিয়মেই জীবন প্রবাহমান। ’

ইংরেজি নতুন বছর নিয়ে জয়া বলেন, ‘ ফেলা আসা বছরে যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, এ বছরে আমার এটাই চাওয়া, । দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক সেটাও চাই ।’

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram