অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদক বিরোধী অভিযানে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাজাঁসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এছাড়া ওয়ান্টেভুক্ত পলাতক এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পাঁচকবর এলাকার কেপিএল ঘাট সংলগ্ন একটি রাস্তা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অহিদুজ্জামান সুমন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সে ওই এলাকার ওয়াদুদ শেখের ছেলে।
এছাড়া উপজেলার ভাঙ্গাগেট কাঁচাবাজারে বাসুদেব কুন্ডুর চায়ের দোকানের সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোপালগঞ্জের কোটালিপাড়া থানার উত্তর বর্ষাপাড়া গ্রামের মনিরুজ্জামান ওরফে ময়েজ শেখের ছেলে সোহেল শেখকে (৩২), উপজেলার মশরহাটি গ্রামের দশ গোডাউনের সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর মোল্যার ছেলে সজিব মোল্যাকে (২০), উপজেলার প্রেমবাগ ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর শেখের ছেলে সোহেল শেখকে (২০) ও উপজেলার একতারপুর গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মণিরামপুর উপজেলার উত্তর মুজগুন্নী এলাকার মৃত মোবারক আলী মোড়লের ছেলে আসলাম হোসেনকে (৩০) আটক করা হয়।
আসলাম হোসেন অভয়নগরের বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মৃত তোফান মিস্ত্রির বাড়ির ভাড়াটিয়া। আটক ৫ মাদক করবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, একই দিন অপর এক অভিযানে উপজেলার নাউলী গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেজাউল শেখকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত খালেক শেখের ছেলে। আটক ৬ জনকে বৃহস্পতিবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।