অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান সরদারের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ধোপাদী গ্রামের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
তবে পুলিশ বলছে, ককটেল নয়, পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটনানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বিএনপি নেতার পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
মশিয়ার রহমান সরদারের ছোট ভাই হাফিজুর রহমান বলেন,‘শুক্রবার রাত ১২ টার দিকে পরপর ৩টি বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে এসে দেখি বড় ভাইয়ের বাড়ির গেট, পিলার ও দেওয়াল লক্ষ্য করে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটনো হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারছি না। তবে তিন আরোহীসহ একটি মোটসাইকেল নতুন বাজারের দিকে চলে যেতে দেখেছি।
<< আরও পড়তে পারেন >> ইটভাটার ঘরে হকারের অর্ধগলিত মরদেহ
তিনি আরও জানান, গত ১৮ অক্টোবর বুধবার ঢাকায় বিএনপির মহসমাবেশে যাওয়ার সময় বড় ভাইকে উত্তর কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ আটক করে। বর্তমানে তিনি যশোর কারগারে আছেন।
এ ব্যাপারে শনিবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মনে হয়েছে পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ হয়েছে। আলামত উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে ওই পরিবারের পক্ষ থেকে থানায় এখনও অভিযোগ করা হয়নি।