অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাসচাপায় মো. ইকবাল হোসেন (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহতের বন্ধু নয়ন শেখ (৩০) নামে এব যুবক গুরম্নতর আহত হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ড়্গুব্ধ এলাকাবাসী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
নিহত ইকবাল হোসেন উপজেলার বুইকারা গ্রামের আব্দুর রহিম মুন্সীর ছেলে। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ইলেকট্রিক কাজ করতেন। গুরুতর আহত নয়ন শেখ একই গ্রামের মুজিবর শেখের ছেলে।
নিহতের পরিবার জানান, সকালে ইকবাল হোসেন তার বন্ধু নয়নের মোটরসাইকেলে করে চেঙ্গুটিয়া বাজারে ইলেকট্রিক কাজ করতে গিয়েছিলেন।
প্রত্যড়্গদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে চেঙ্গুটিয়া বাজারে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে দুই যুবক কথা বলছিলেন। এসময় খুলনাগামী গড়াই পরিবহন (ঢাকা মেট্রো- ব- ১৫-১১৯৯) তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে একজন মারা যান। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা গুরম্নতর আহত অবস্থায় অপর যুবককে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী একটি স্পিডব্রেকারের দাবিতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ক্মপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শোভন শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত নয়ন নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বাসচাপায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করা হয়েছে। ঘটনার পর ড়্গুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান করে। প্রায় এক ঘন্টার পর তাদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।