অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্কুলের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান খান বাবু।
প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রিন্সিপাল মাহফুজা বেগম। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রীড়া এবং বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ম্যধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।