অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ‘সোনালী অতীত ক্লাব’ চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে খুলনা ভেটারেন্স ক্লাব। তারা বাগেরহাট মাস্টার্স এফসি ক্লাবকে ১—০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে।
এ জয়ের ফলে আগামী শুক্রবার ফাইনাল খেলায় এফসি ৯০ যশোর ক্লাবের মুখোমুখি হবে খুলনা ভেটারেন্স ক্লাব। ‘সোনালী অতীত ক্লাব নওয়াপাড়া’র আয়োজনে সোমবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে বিজয়ী দল খুলনা ভেটারেন্স ক্লাবের ২০ নং জার্সিধারী খেলোয়াড় দিপু দলের পক্ষে একমাত্র গোলটি করেন।
সাবেক কৃতি ফুটবলার ভীম চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ রবিউল হোসেন রবি।
বিশেষ অতিথি ছিলেন, রাজঘাট—নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম, রেজোয়ান ফারাজী, হাবিবুর রহমান, সুজিৎ কুন্ডুু, ফারুক হোসেন প্রমুখ।
খেলা শেষে সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের ৯নং জার্সিধারী মামুনকে পুরস্কৃত করা হয়। আগামী শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ওই দিন সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল ইসলাম অহিদ ও নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
সাবেক কৃতি ফুটবলারদের অংশগ্রহণে ৪ দলীয় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।