অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে একটি মাছের ঘেরের পাড় কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ঘেরের চাষ করা মাছ ভেসে গেছে ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে মর্মে গতকাল শুক্রবার দুপুরে ঘের মালিক আজবাহার হোসেন অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। গত বুধবার (৫ এপ্রিল) রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক আজবাহার হোসেন জানান, ৮৩নং হিদিয়া মৌজায় ২ একর ৫০ শতক জমিতে তার একটি মাছের ঘের রয়েছে। ঘেরের তিন পাশে শ্যামনগর গ্রামের মধ্যপাড়ার মৃত মিজানুর শেখের ছেলে উজ্জ্বল শেখ ওরফে ব্রেভ (৪০) ও তার ভাই তমজিদ শেখের (৩৫) তিনটি মাছে ঘের রয়েছে। তারা দীর্ঘ ৭ বছর ধরে আমার মাছের ঘেরের পাড় ব্যবহার করে আসছে। বার বার তাদের নিজস্ব পাড় তৈরি করে যাতায়াতের কথা বলা হলেও তারা কর্ণপাত করেনি। বরং তারা আমার মাছের ঘেরের ক্ষতি সাধন ও জমিজমা জোরপূর্বক দখল করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
তিনি আরও জানান, এ অবস্থায় গত বুধবার ৫ এপ্রিল রাতে তারা শত্রুতা করে আমার মাছের ঘেরের পাড় কেটে দেয়। ফলে ঘেরের মধ্যে থাকা চিংড়ি ও সাদা মাছ ভেসে যায় এবং ধানের ব্যাপক ক্ষতি হয়। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা। আর এই সকল অপকর্মের প্ররোচনাকারী শুভরাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মশিয়ার শেখ বলে অভিযোগ করেছেন। সকল বিষয় তুলে ধরে ন্যায় বিচার পাওয়ার আশায় শুক্রবার দুপুরে উল্লিখিত তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ অবস্থায় তিন ভূমিদস্যুর ভয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিবার নিয়ে দিন কাটছে বলে তিনি জানান।
অভিযুক্ত উজ্জ্বল শেখের ভাই তমজিদ শেখ মুঠোফোনে জানান, অভিযোগকারী আজবাহার হোসেন শ্রমিক লাগিয়ে নিজের মাছের ঘেরের পাড় নিজে কাটিয়েছেন। তিনি উদ্দেশ্যমূলকভাবে আমাদের দুই ভাইকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন। থানায় করা তার অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ক্যাম্প পুলিশের একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।