নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে দত্তগাতির রকিবুল হত্যা মামলার আসামী জুয়েলকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। ৪ জানুয়ারি রাতে তাকে সাভার এলাকা থেকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।
জেলা পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার, ডিবির ওসি, যশোর জানান, গত বছর ১৩ মে রাত আটটার দিকে অভয়নগরের দত্তগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রকিবুলকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ মামলার তদন্তভার গ্রহন করে। মামলার তদন্ত চলাকালে জানাযায়, এ মামলার মুল আসামী নিউ কমিউনিস্ট পার্টির সদস্য সোলায়মান ওরফে জুয়েল ঢাকার সাভার এলাকায় অবস্থান করছে।
এরপর ৪ জানুয়ারি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে যশোরের অভয়নগর থেকে উদ্ধার করা হয় তাদের দখলে থাকা আগ্নেয়াস্ত্র। গ্রেফতার কৃত সোলায়মান ওরফে জুয়েল খুলনার ফুলতলা উপজেলারজামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। তাকে রকিবুল হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।