অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একাধিক মাদক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি লিপি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) মধ্যরাতে উপজেলার বুইকারা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিপি বেগম বুইকারা গ্রামের হিরু মোল্যার স্ত্রী।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত আসামি লিপি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার তাকে যশোরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।