অভয়নগর (যশোর) প্রতিনিধি : ৮৮ যশোর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচার ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে তিনি গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধির কুমার পাড়ে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমীরণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রণব বিশ্বাস, প্রশাšত্ম মন্ডল, আব্বাস শেখ, শিবু প্রসাদ সরকার, সুইট বিশ্বাস, পলস্নব বিশ্বাসসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া এনামুল হক বাবুলের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন প্রমুখ।
গণসংযোগ ও মতবিনিময়কালে এনামুল হক বাবুল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরবার। তাই প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।