নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সভা শনিবার দুপুরে শহরের চাঁচড়া ডালমিল এলাকার সিমান্ত বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেছেন সড়ক ও মহাসড়কে অবৈধ যান নসিমন, করিমন ইজিবাইক চলাচলের কারনে সড়ক দুর্ঘটনা বেড়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এসব সড়কে অবৈধ যান চলাচল বন্ধের বিষয়ে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ স্থায়ী চেকপোস্ট পরিচালনা করবে।
ইন্টার ডিস্টিক বাস মালিক সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি ও সীমান্তবাস মালিক সমিতির আহবায়ক হাজী আলমগীর কবীর সুমন, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসিম কুমার কুন্ডু, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, যশোর জেলা সড়ক পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন চাঁচড়া সভাপতি বিশ^নাথ ঘোষ বিষু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাফিজুর রহমান, আমির হোসেন, মাসুদ রানা বাবু, নজরুল ইসলাম, মতিয়ার রহমান, মনিরুজ্জামান প্রমুখ।