সমাজের কথা ডেস্ক : নয়াপল্টনেই সমাবেশ হবে- এ অবস্থা থেকে সরে এসেছে বিএনপি। তারা এখন কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠের মধ্যে যেকোনো একটি জায়গায় সমাবেশ করবে। পুলিশের পক্ষ থেকেউ তারা অনুমতি পেতে পারে। বৃহস্পতিবার রাতে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে আলোচনা শেষে বিএনপি প্রতিনিধিরা সাংবাদিকদের এ কথা জানান ।
বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লা বুলু জানান, ‘ আমাদের পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেয়া হয়। তবে ডিএমপি আমাদের মিরপুর বাংলা কলেজ মাঠও যুক্ত করতে বলেছে। এখন আমরা দুটি জায়গাই পরিদর্শন করব। তারপর সমাবেশ কোথায় হবে তা জানানো হবে।’ আজ রাতেই দুটি জায়গা পরিদর্শন করা হবে বলে জানান তিনি ।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে যে সংকট দেখা দিয়েছিল তা কালকের (শুক্রবার) মধ্যে কেটে যাবে।’