ক্রীড়া ডেস্ক : দেশের মাটিতে স্থায়ী স্টেডিয়াম না থাকায় অনেক দিন ধরেই ভুগছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। অথচ টেস্ট খেলুড়ে দেশ তারা। যে কারণে এই বছর অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েও সেটি স্থগিত করতে হয়েছে। অবশেষে ডাবলিনের ন্যাশনাল স্পোর্টস ক্যাম্পাসে স্থায়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের অনুমোদন দিয়েছে আইরিশ সরকার। সেখানে থাকবে হাই পারফরম্যান্স সেন্টারও। মূলত ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ডের সঙ্গে সেই আসরটির অন্যতম আয়োজক তারা।
ওয়ানডে খেলার জন্য আয়ারর্যান্ডের আপাতত চারটি মাঠ রয়েছে। যেগুলো হলো ম্যালাইহাড, ক্লনটার্ফ, স্টরমন্ট ও ব্রিডি। যদিও সবগুলোই হচ্ছে ক্লাব ক্রিকেট গ্রাউন্ড। নেই স্থায়ী বসার সুবিধাও। শুধু অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হয়ে থাকে। সেক্ষেত্রে একটি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অস্থায়ী অবকাঠামোর জন্য ব্যয়টা অনেক।। তাই সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ঘরের ম্যাচগুলো তারা ইংল্যান্ডেই আয়োজন করেছে। এই বছর আবার প্রোটিয়াদের আবু ধাবিতে আতিথ্য দেবে। ফলে নতুন স্টেডিয়াম হলে এই সংকট দূর করবে আইরিশদের। পুরো প্রজেক্টটি পর্যায়ক্রমে সম্পূর্ণ করা হবে।