ক্রীড়া ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা আয়োজন নিয়ে আপত্তি ও ভাঙচুরকে কেন্দ্র করে নানা ঘটনার পর অবশেষে সেই মাঠে ফুটবল খেললেন নারীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। প্রধান অতিথি হিসেবে বিকেল ৪টায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়। খেলার নাম দেওয়া হয়েছে ‘প্রমিলা ফুটবল ম্যাচ’। এতে ঢাকা জেলার নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন নারী রেফারি লতা পারভীন এবং সহকারী রেফারি ছিলেন সপ্না চৌহান ও রহিমা আক্তার। খেলায় ঢাকা জেলা নারী দলকে ১-০ গোলে হারিয়ে জয়পুরহাট জেলা নারী দল জয়লাভ করে।