সমাজের কথা ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী। অবশেষে সেটিই সত্যি হচ্ছে। রায়হান রাফীর পরিচালনায় নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন শাকিব।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমাটির নাম ঘোষণা করা হয়। সিনেমার নাম ‘তুফান’।
এর নির্মাতা রাফী বলেন, ‘সুরঙ্গ সিনেমা পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’
পরিচালক রায়হান রাফী এর আগে শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের সিনেমা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি শুটিংয়ে গড়ায়নি। এবার রাফীর নির্মাণে নতুন এই ছবিতে আসছেন শাকিব খান।
কিন্তু শাকিবের হাতে রয়েছে বেশ কিছু নতুন কাজ। ‘দরদ’ নামে অনন্য মামুনের নতুন সিনেমায় অভিনয় করছেন শাকিব। এছাড়া শিগগিরই শুরু হতে যাচ্ছে হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এমনকি বদিউল আলম খোকনের পরিচালনায় থেমে থাকা ‘আগুন’—এর শুটিংয়েও ফেরার কথা রয়েছে শাকিবের।