সমাজের কথা ডেস্ক : অবশেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক। আজ শনিবার দুপুরের দিকে এই ট্রাকগুলো রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন।
এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সংঘাত শুরুর পর প্রায় ১৪ দিন পানি ও জ্বালানি প্রবেশ করেনি গাজায়। তীব্র মানবিক সংকটে আছেন লাখ লাখ ফিলিস্তিনি। রাফাহ সীমান্তে এসেও ত্রাণবাহী ট্রাক আটকেছিল কূটনৈতিক জটিলতার কারণে। অবশেষে সেই ট্রাক ঢুকেছে। এবং সেখান থেকে ছোট ছোট ট্রাকে সেগুলো বোঝাই করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
তবে ত্রাণ পরিবহনের জন্য খোলা এই সীমান্ত কতক্ষণ খোলা থাকবে তা এখনো নিশ্চিত নয়।