নিজস্ব প্রতিবেদক: বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিনে যশোরে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, দূরপাল¬ার বাসসহ সবকিছুই স্বাভাবিক নিয়মে চলাচল করেছে।
ফলে শহরবাসীর মধ্যে কোনো প্রভাব পড়েনি। বরং অন্য যে কোন দিনেও চেয়ে শহরের রাস্তায় ভীড় ছিল। কোথাও কোথাও ছিল যানজটও। বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। সাধারণ মানুষের অবরোধেও কোনো সাড়া দেখা যায়নি।
তবে অবরোধের প্রতিবাদে যশোরের বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বিএনপির নৈরাজ্যকর অবরোধ প্রতিহত করতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি’র নির্দেশে যশোর জেলা যুবলীগ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে যশোর—বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোস্ট, মালঞ্চি, মেঘলা, নতুনহাট এবং যশোর—খুলনা মহাসড়কের রাজারহাট, রূপদিয়া, বসুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
আরও পড়তে পারেন : যশোর আ’লীগের শান্তি কর্মসূচি অব্যাহত
এসব কর্মসূচিতে অংশনেন যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান, সহ—সভাপতি জামসেদ শেখ, যুগ্ম—সাধারণ সম্পাদক কাশেম মোল্লা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সামাদ বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কবির হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুমন হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজান খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জালাল মোল্যা, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক সেলিমুল আজম, জেলা শ্রমিক লীগের সদস্য রফিকুল ইসলাম খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ইসলাম মোল্যা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লিটন হোসেন, ইউপি সদস্য আতিয়ার রহমান খান, শওকত জাহান সুপ্ত, কাদের হোসেন, ছাত্রলীগ নেতা হাসিব আহমেদ ইমন, আওয়ামী লীগ নেতা আবুল খান, রিজারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ—সভাপতি ফারুক হোসেন, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, কামাল মজুমদার, ওলিয়ার রহমান খান। আরও উপস্থিত ছিলেন সাকিক, শিবলি, সিমান্ত, জিসান, তপু প্রমুখ।
এদিকে রূপদিয়া বাজারে অবস্থান কর্মসূচিতে অংশনেন যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা হাজী আলমগীর কবির সুমন, যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, নরেন্দ্র পুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক আহবায়ক শান্তা সাহা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি রবিউল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ—সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা আবু সাঈদ।