সমাজের কথা ডেস্ক : প্রকাশ্যে এলো ‘ডায়মন্ডের নাকফুল’ নিয়ে অপু-শাকিব-বুবলীর দ্বন্দ্ব । এই তিনজনকে ঘিরে ত্রিমুখী আলোচনায় সরব এখন সিনেপাড়া। কথা ছিল, সংবাদ সম্মেলনে সব কিছু তুলে ধরবেন বুবলি। কিন্তু তিনি তা করেন নি। উল্টো সাংবাদিকের ক্যামেরা দেখলেই সরে যেতেন । অবশ্য এবার ক্যামেরার সামনে এসে অনেক কথা অজানা জানালেন ।
৪ ডিসেম্বর দেয়া ভিডিও বার্তায় শাকিব-অপু এবং জয়ের বিষয়ে কথা বলেন বুবলী। ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমার কিছু কথা..’।
বুবলী বলেন, ক্যারিয়ারের শুরম্নতে শাকিবকে নিজের মেন্টর ভাবতেন । ওই সময়টাতে শাকিব খান সম্পর্কে অতকিছু জানতেনও না তিনি। বুবলী বলেন, ‘আমি ২০১৬ থেকে কাজ করছি। শাকিব খান, যিনি আমার স্বামী, সšত্মানের বাবা, তার সঙ্গে আমি কাজ শুরু করি বা সুযোগ পাই।উনি আমাকে মেন্টর হিসেবে গাইড করতেন। ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা। ওই সময়ে আমি কেন, পুরো বাংলাদেশের কেউ কি জানতেন ওনার আগের কোনো সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউই জানতাম না।’
বুবলী বলেন, শাকিব খান নিজেকে তার কাছে সিঙ্গেল হিসেবেই উপস্থাপন করেছিলেন। সেই সুবাদেই তাদের মধ্যে ভালোলাগা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে যখন অপু বিশ্বাস টেলিভিশন লাইভে এসে বোমা ফাটালেন, অভিযোগের তির ছুটে আসে আমার দিকেই।
অপুর সেই লাইভ নিয়েও এদিন কথা বলেন ‘বসগিরি’ নায়িকা শবনম বুবলি। তিনি বলেন, সিনিয়র অভিনেত্রী হিসেবে অপুকে সম্মানের চোখে দেখতাম। কিন্তু তার ওই দিনের আচরণে কষ্ট পেয়েছিলাম। তিনি বলেন, ‘২০১৭ সালে যখন বিষয়গুলো সামনে আসলো, তখন শাকিব খান নিজেও অবাক হয়েছিলেন। ওনার সঙ্গে যিনি সম্পর্কে ছিলেন, অপু বিশ্বাস, উনি আমার থেকে অনেক সিনিয়র । অনেক বছর ধরে কাজ করেছেন। তাকে অবশ্যই আমি কাজের জায়গা থেকে সম্মান করি।